রবিবার, ১৬ জুন, ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

দেশের ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ, লঘুচাপের আভাস

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ২২, ২০২৪, ০৮:৪৪ এএম

দেশের ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ, লঘুচাপের আভাস


দেশের ১৩ জেলার ওপর দিয়ে দাবদাহ বয়ে যাচ্ছে।আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সন্ধ্যার বুলেটিনে জানায়, ঢাকা, নেত্রকোণা, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।এ পরিস্থিতি অব্যাহত থাকার পাশাপাশি বিস্তার লাভ করতে পারে। এদিন চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এসময় জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণপশ্চিম ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে।এর প্রভাবেই ফের তাপমাত্রা বাড়ছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। আরব সাগর ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নাম দেয় বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ। এ অঞ্চলের ১৩টি দেশের দেয়া নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নতুন ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়।‘রেমাল’ নামটি প্রস্তাব করেছে ওমান। আরবিতে এর অর্থ বালি। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল ঘূর্ণিঝড় মিগযাউম, যা পরে ভারতের অন্ধ্রপ্রদেশ দিয়ে উপকূল অতিক্রম করে। সেই ঝড়ে তেমন কোনো প্রভাব পড়েনি বাংলাদেশে।মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। এর বাইরে ভোলা, দিনাজপুর ও রাজশাহী ছাড়া কোথাও পরিমাপযোগ্য বৃষ্টি হয়নি।পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
চলতি মৌসুমে ৩১ মার্চ থেকে তাপপ্রবাহ শুরু হয়, যা ৬ মে পর্যন্ত টানা ৩৭ দিন ধরে চলে। এরপর ঝড়-বৃষ্টির প্রবণতায় তাপমাত্রা কমে আসায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছিল।নতুন করে তাপপ্রবাহ শুরু হয় ১৩ মে থেকে। সেদিন সাত জেলায় দাবদাহ ছিল; পরে ধীরে ধীরে বাড়তে থাকে। গত বৃহস্পতিবার সারাদেশেই ছড়িয়ে পড়ে তাপপ্রবাহ।তবে মাঝে বৃষ্টির ফলে অনেক জায়গায় দাবদাহ প্রশমিত হয়। সোমবার কোন এলাকার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দেয়নি আবহাওয়া অধিদপ্তর।মে মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু অথবা মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।চলতি মাসে নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজ থাকতে পারে। তবে উজানে ভারি বৃষ্টিপাতের ফলে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও পানি বিপৎসীমার উপর দিয়ে বয়ে যেতে পারে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!