বুধবার, ০৭ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সারাদেশের যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৯:৪৩ এএম

সারাদেশের যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

সারাদেশের অন্তত ছয় জেলায় বজ্রবৃষ্টি হতে পারে। সেজন্য সতর্কতা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ সময় নাগরিকদের জন্য বেশ কিছু নির্দেশনাও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৬ মে) আবহাওয়ার পূর্বাভাসে এমনটি বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে।
এতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসময় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের অন্যত্র দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এদিকে মঙ্গলবার (৬ মে) সকাল ৬টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার দিনাজপুর, রংপুর, বগুড়া ও রাজশাহী জেলাসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।এদিকে বুধবার (৭ মে) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বৃহস্পতিবার (৮ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ ড. মুহম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, শুক্রবারও সিলেট বিভাগের দু-এক আয়নায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এই সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তবে গরমের তাপমাত্রা কম-বেশী নিয়ে সুনির্দ্দষ্টি কোনো তথ্য নেই।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!