শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১ মাঘ ১৪৩২

কিশোরগঞ্জে মাজারে যাওয়ার পথে পিকআপ উল্টে নিহত ২, আতহ ৮

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:১৬ পিএম

কিশোরগঞ্জে মাজারে যাওয়ার পথে পিকআপ উল্টে নিহত ২, আতহ ৮

শাহজাহান সাজু কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাজারে যাওয়ার পথে পিকআপ উল্টে ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও  ৮ যাত্রী।আজ শনিবার দুপুরে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতার হলেন, মিঠামইন উপজেলার মৃত আলী হোসেনের ছেলে হাদিস মিয়া (৫০) ও মৃত আবদুল জব্বারের ছেলে নুর আলম (৫০)।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, আজ দুপুরে মিঠামইন থেকে একটি পিকআপ যোগে ১৫-২০ জন যাত্রী ও মানতের একটি গরু নিয়ে বাজিতপুর উপজেলার একটি মাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথে অষ্টগ্রাম উপজেলার জিরো পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এঘটনায় আহত অন্যান্য ৮ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।ওসি সোয়েব খান আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!