মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

অভিনব কায়দায় মাদক পরিবহনকালে হাতীবান্ধায় বিজিবির হাতে মাদকদ্রব্যসহ মোটরসাইকেল আটক

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ১২:৪৪ পিএম

অভিনব কায়দায় মাদক পরিবহনকালে হাতীবান্ধায় বিজিবির হাতে মাদকদ্রব্যসহ মোটরসাইকেল আটক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: অভিনব কায়দায় মাদক পরিবহনকালে লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকদ্রব্যসহ মোটরসাইকেল আটক করেছে বিজিবি। 
জানাগেছে, হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনস্থ সিংগীমারী বিওপির টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০২ নভেম্বর ২০২৫ তারিখ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সিংগীমারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এমপির বাগান নামক এলাকায় অভিনব কায়দায় মাদক পরিবহনকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল রেখে চালক পালিয়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেলটি তল্লাশী করে সীট কাভারের নিচে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত মালামালের সর্বমোট মূল্য-১,৪৫,০০০/- টাকা (এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা) বলে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!