হারুন অর রশিদ দুদু, শেরপুর : শেরপুর জেলার সদর উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় ও স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ সেপ্টেম্বর শনিবার জমশেদ আলী ডিগ্রি কলেজ হলরুমে কিশোরীদের এ বার্ষিক সমাবেশে সভাপতিত্ব করেন দিলীপ ঘাগ্রা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হান্নান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোস্তাফিজুর রহমান তারেক, মহিলা ইউপি সদস্য ফুল কুমারী বেগম, এসএসটি সভাপতি পারভীন গমেজ, কারিতাস সীডস কর্মসূচির মাঠ সহায়ক সুবল ম্রং, রনু নায়েক প্রমুখ। কিশোরীদের বার্ষিক সমাবেশে কিশোরীরা তাদের শিখন সহভাগিতা করেন। অতিথিগণ তাদের বক্তব্যে জীবন ও চরিত্র গঠনে পড়ালেখার গুরুত্ব ও ক্যারিয়ার গঠনে ছাত্র-ছাত্রীদের ভূমিকা ও দায়িত্বসহ বিভিন্ন বিষয়ে তথ্য ও পরামর্শ দেন। কিশোরীদের বার্ষিক সমাবেশে শেরপুর সদর উপজেলার পাঁচটি কিশোরী সংলাপ কেন্দ্রের ও সংলাপ ফোরামের প্রায় ৮০ জন কিশোরীরা অংশগ্রহণ করে।
আপনার মতামত লিখুন :