রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করলেন শাফি মেডিকেলের স্বত্বাধিকারী শাহ্ জালাল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০১:০৩ পিএম

ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করলেন শাফি মেডিকেলের স্বত্বাধিকারী শাহ্ জালাল

হারুন অর রশিদ দুদু, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করেছেন ঝিনাইগাতী বাজারের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী শাফি মেডিকেলের স্বত্বাধিকারী মো. শাহ্ জালাল। ২০ সেপ্টেম্বর শনিবার সকালে বন্যায় ক্ষতিগ্রস্থ ব্রীজপাড় প্রতিবন্ধী স্কুলে আশ্রয় নেওয়া ১৬টি পরিবার ও অন্যান্য এলাকার ১৪টি পরিবারসহ ৩০টি পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, আলু, মুড়ি, চিড়া, গুড়, সাবান, তেল, বিস্কুট। ঔষধপত্রের মধ্যে ছিল নাপা, মেট্রো ট্যাবলেট ও ওরস্যালাইন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, শাহ্ জালালের পিতা মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী নিয়ামত মিয়াসহ স্থানীয় সাংবাদিকগণ। উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার দুপুরে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নদীর বাঁধ ভেঙে বন্যার পানিতে বেশকিছু বাড়ি-ঘর ভেঙে যায় ও জানমালের ক্ষতি হয়।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!