কাপ্তাই হ্রদের পানি কিছুটা স্বাভাবিক হওয়ায় ১১ দিন পর বন্ধ করে দেয়া হয়েছে কাপ্তাই বাধের সবকটি জলকপাট। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
কাপ্তাই কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, উজান থেকে পানি নামার প্রবণতা কমে যাওয়ায় হ্রদের পানি বৃদ্ধি হার কমেছে। এছাড়া জলকপাট খোলা থাকায় উজানে প্লাবিত নিন্মাঞ্চলের পানি কিছুটা কমে যাওয়ার বাধে জলকপাট বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি আরও জানান, কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল। বর্তমানে হ্রদের পানির স্তর ১০৮.২২ এমএসএল রয়েছে। জলকপাট বন্ধ থাকলেও বিদ্যুৎ উৎপাদনে জন্য প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে কর্ণফুলি নদীতে। তিনি আরও জানান, যদি আবারও পানি বাড়ার প্রবণতা দেখা দেয় তাহলে পুনরায় জলকপাট খুলে দেয়া হবে।
তবে নিম্নাঞ্চলের এখনো বেশি কিছু এলাকা ও সড়ক ডুবে আছে। স্থানীয়দের দাবি, হ্রদের পানি স্তর আরও কিছুটা কমে আসলে দুর্ভোগ কমে আসবে।
উল্লেখ্য, হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় তৃতীয় দফায় ৮ সেপ্টেম্বর কাপ্তাই বাধের সব জলকপাট খুলে দেয়া হয়েছিল
আপনার মতামত লিখুন :