শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

শৈত্যপ্রবাহ আসছে, হতে পারে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৯:১৮ এএম

শৈত্যপ্রবাহ আসছে, হতে পারে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়

দেশে আসছে শৈত্যপ্রবাহ।হিমেল হাওয়ায় প্রকৃতিতে শীত বয়ে আনতে শুরু করেছে। এরই মধ্যে ১২ ডিগ্রিতে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থায় চলতি ডিসেম্বর থেকে আগামী ফেব্রæয়ারির মধ্যেই দেশে তীব্র শৈত্যড্রবাহ হানা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে এই সময়ের মধ্যে হতে পারে শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টি। সম্প্রতি ৩ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়, চলতি ডিসেম্বর থেকে পরবর্তী ৩ মাসে (ডিসেম্বর, ২০২৫ ও জানুয়ারি-ফেব্রæয়ারি, ২০২৬)দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ডিসেম্বর থেকে আগামী ফেব্রæয়ারি পর্যন্ত দেশে ৩ থেকে ৮টি মৃদু (০৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (০৬-০৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যড্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র (০৪-০৬ ডিগ্রি সেলসিয়াস) রূপ নিতে পারে। যদিও এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
এতে আরও বলা হয়, এই সময়ে শেষরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে কখনো কখনো কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এ ছাড়াও ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!