বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

শরণখোলার অদম্য তারুণ্যের সাথে নবাগত ইউএনওর সাক্ষাৎ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৯:৫৭ পিএম

শরণখোলার অদম্য তারুণ্যের সাথে নবাগত ইউএনওর সাক্ষাৎ

শরণখোলা বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ জাহিদ হাসান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে স্থানীয় তরুণ সংগঠন “শরণখোলার অদম্য তারুণ্য”।চাঁদাবাজি,অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এই তরুণরা বৃহস্পতিবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং একটি ন্যায়পরায়ণ, স্বচ্ছ ও জনবান্ধব উপজেলা গড়ার নীতি-অঙ্গীকার ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে তরুণ প্রতিনিধি দল জানান,“দেশের মতো শরণখোলাকেও আমরা দুর্নীতিমুক্ত,ন্যায়পরায়ণ ও জনগণের অধিকারসংরক্ষণে সক্ষম একটি উপজেলায় পরিণত করতে একসাথে কাজ করে যেতে চাই। ইনশাআল্লাহ জনসেবার প্রতিটি উদ্যোগে আমরা প্রশাসনের পাশে থাকবো।”
ইউএনও মোঃ জাহিদ হাসান তরুণদের এই ইতিবাচক মনোভাব ও দায়িত্ববোধকে প্রশংসা করে বলেন,“এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবার গতিশীলতায় তরুণ সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের মতো উদ্যমী তরুণদের সহযোগিতা পেলে যেকোনো পরিবর্তন সম্ভব।” তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন সবসময়ই সৎ, গঠনমূলক ও সমাজমুখী কর্মকান্ডে তরুণদের পাশে থাকবে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!