সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

তেঁতুলিয়ায় বাড়ছে শীতের দাপট

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ১০:০৩ এএম

তেঁতুলিয়ায় বাড়ছে শীতের দাপট

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে ভোর থেকে সকাল পর্যন্ত শীতের দাপট উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আজ রোববার (২৩ নভেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
ভোরবেলার কনকনে ঠান্ডার কারণে রাস্তাঘাট প্রায় ফাঁকা থাকছে। সূর্য ওঠার পর দিনের বেলা তাপমাত্রা বাড়লেও সকালের দিকে ঠান্ডার তীব্রতা স্পষ্টভাবেই টের পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী,গত কয়েকদিন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে স্থিতিশীল থাকার পর আজ তা হঠাৎ করেই ১২ ডিগ্রি ঘরে নামায় শীত অনেক বেড়েছে। গত সপ্তাহে শনিবার (২২ নভেম্বর) তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭, শুক্রবার (২১ নভেম্বর) ১৪ দশমিক ৯, বৃহস্পতিবার (২০ নভেম্বর) ১৩ দশমিক ৯, বুধবার (১৯ নভেম্বর) ১৪ দশমিক ৩, মঙ্গলবার (১৮ নভেম্বর) ১৪ দশমিক ৬, সোমবার (১৭ নভেম্বর) ১৪ দশমিক ৫ ও গত রোববার (১৬ নভেম্বর) ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা বলছেন,আবহাওয়ার এই আচরণের পরিবর্তনের কারণে শীত একটু আগেভাগেই অনুভূত হচ্ছে। দিনের বেলায় রোদ থাকায় তেমন শীত না লাগলেও রাতে এবং ভোরবেলায় ঠান্ডার তীব্রতা অনেক বেশি থাকে।
ভ্যানচালক দুলু মিয়া রাতের কাজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, রাতে বের হলেই অনেক শীত, হাত-পা জমে আসে। ভোরে তো ঠান্ডায় চলাও মুশকিল।
দিনের গরম ও রাতের শীতের এই বৈপরীত্য জনগণের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।জেলাজুড়ে সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া ও অন্যান্য ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, রাত বাড়লে শীতের তীব্রতা বাড়ে,আর সকাল গড়ালে সূর্যের তাপে তাপমাত্রা দ্রæত ওপরে ওঠে। আজ ১২ দশমিক ৬ ডিগ্রিরেকর্ড হয়েছে। মাসের শেষ দিকে জেলায় হালকা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এদিকে, জেলা প্রশাসক কাজী মো. সাইমুজ্জামান জানিয়েছেন, শীতার্ত দরিদ্র মানুষের সহায়তার জন্য সরকারিভাবে ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং উপজেলাগুলোতে তা বিতরণ শুরু হয়েছে। একইসঙ্গে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও শীতবস্ত্র বিতরণ করছে।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!