উজানের ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীতে অস্বাভাবিক গতিতে পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলার কাজিপুরের মেঘাই পয়েন্টে ৭৫ সেন্টিমিটার ও সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ৬৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে শঙ্কিত হচ্ছে চরাঞ্চলের কৃষকেরা। শীতকালীন সবজির আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২০ মিটার। গত ২৪ ঘণ্টায় ৬৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৭০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)।
করিম, আবুল মিয়া, কুদরত আলী, আনোয়ার হোসেনসহ চরাঞ্চলের বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বললে তারা বলেন, এক দিনে যমুনায় আড়াই ফুট পানি বাড়ছে। এই বছরে এটা একেবারেই অস্বাভাবিক। এভাবে আর দু-তিন দিন পানি বাড়লেই বন্যা হয়ে ফসলের মাঠ তলিয়ে যাবে। এতে শীতকালীন সবজিসহ বিভিন্ন আবাদ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
অন্যদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮৬ মিটার। ২৪ ঘণ্টায় ৭৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৯৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)।এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন সংবাদ মাধ্যমকে বলেন, উজানে ভারী বৃষ্টির কারণে যমুনা নদীতে অস্বাভাবিক গতিতে পানি বেড়েছে। তবে বন্যার কোনো আশঙ্কা নেই। আগামীকাল পর্যন্ত পানি বাড়বে। এরপর স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে চরে বসবাসকারী কৃষকরা পানির সাথে লড়াই করেই চলে।
আপনার মতামত লিখুন :