শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

ঝিনাইগাতীতে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৮:২১ পিএম

ঝিনাইগাতীতে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

হারুন অর রশিদ দুদু, শেরপুর : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার আহম্মদনগর উচ্চ বিদ্যালয় হলরুমে মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থসামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় ষ্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন অনন্যা সাংমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জন ডেন্টাল ডা. মেহেজাবীন খান মুন্নি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসেন সানী, ঝিনাইগাতী থানার এসআই সুফিয়া বেগম, ধানশাইল গোলাপ কিশোরী সংলাপ এস,এস,টি সভাপতি মতিউর রহমান, আহম্মদনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কিশোরী রোমানা পারভীন ও মাঠ সহায়ক লিয়া হাগিদক। নওকুচি পারকো-থরক কিশোরী সংলাপের কিশোরীদের সংলাপ সংগীতের নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী করা হয়। এছাড়াও ৬ জন কিশোরীরা শিখন সহভাগিতা ছাড়াও নাচ, গান কবিতা পরিবেশন করেন। বক্তারা কিশোরীদের নিজেদের জীবনের ঘটনা অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অনুপ্রাণিত করেন এবং কিশোরীদের সঠিক লক্ষ্য স্থির করে, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করেন। সমাবেশে ৭টি সংলাপের মোট ১৪৫টি জন কিশোরী অংশ গ্রহণ করে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!