রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছুরিকাঘাত করে তার ছেলেকে হত্যা করা হয়েছে। এতে বিচারকের স্ত্রী আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় এ হামলা হয়।
নিহতের নাম তাওসিফ রহমান সুমন (২০)। তিনি রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। এই ঘটনায় তার মা তাসমিন নাহার আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ঘাতক আটক আছে। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রকিয়াধীন।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :