শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

দেশে ১৯ জুন থেকে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচী

ব্যবসা-বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৪, ০৯:৪৬ এএম

দেশে ১৯ জুন থেকে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচী


ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঘোষণা অনুযায়ী ১৯ জুন থেকে ব্যাংক খোলা থাকবে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। তবে গ্রাহকের জন্য লেনদেনের শেষ সময় বিকেল ৪ টা পর্যন্ত। ৯ জুন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ১৯ জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক কার্যক্রম পরিচালিত হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কথাও বলা হয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!