সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

বাজার থেকে আরও ৩৫ কোটি ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ব্যবসা-বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৯:৪৩ পিএম

বাজার থেকে আরও ৩৫ কোটি ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

নিলাম প্রক্রিয়ায় বাজার থেকে আরও ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক। গড়ে ১২১ টাকা ৭৫ পয়সা দরে ২৬টি ব্যাংক থেকে এ ডলার কেনা হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভিন্ন ব্যাংক থেকে ১৭৪ কোটি ৭৫ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক। ডলার কেনায় একদিকে বাজারে তারল্য বাড়ছে। আরেকদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নতি হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, অর্থপাচার কমে যাওয়ায় রেমিট্যান্সে উচ্চ প্রবাহ এবং রপ্তানি আয় বেশি আসছে। এতে আগের সব বকেয়া পরিশোধের পরও রিজার্ভ বাড়ছে। আজ গ্রস রিজার্ভ উঠেছে ৩০ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ অনুযায়ী ২৬ দশমিক ১০ বিলিয়ন ডলারে ঠেকেছে। বিগত সরকারের সময়ে ধারাবাহিকভাবে রিজার্ভ কমে যা ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমেছিল। ২০২১ সালের আগস্টে রিজার্ভ ছিল সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!