সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

অক্টোবরের ২২ দিনে প্রবাসী আয় এসেছে ২৩ হাজার ৪৩৬ কোটি টাকা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ১০:২৩ পিএম

অক্টোবরের ২২ দিনে প্রবাসী আয় এসেছে ২৩ হাজার ৪৩৬ কোটি টাকা

চলতি অক্টোবর মাসের ২২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ২৩ হাজার ৪৩৬ কোটি ৬২ লাখ (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।আরিফ হোসেন খান বলেন, গত বছরের অক্টোবরের প্রথম ২১ দিনে প্রবাসী আয় এসেছিল ১৭৯ কোটি ১০ লাখ ডলার। এ সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে সাত দশমিক ৩০ শতাংশ।এদিক, চলতি বছরের ১ জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৯৫০ কোটি ৭০ হাজার ডলার। গত বছরের ১ জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৮৩৩ কোটি ৪০ লাখ ডলার। এ সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!