অর্থনৈতিক ডেস্ক: প্রবাসীরা চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে পাঠানো রেমিট্যান্স উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময় দেশে রেমিট্যান্স এসেছে ১৬.২৬ বিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮.০৫ শতাংশ বেশি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৬২৬ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার বা ১৬.২৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২৪৮ কোটি ৮০ লাখ ৬০ হাজার ডলার বা ১৮ দশমিক ০৫ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে দেশে এসেছিল ১ হাজার ৩৭৭ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার।
এদিকে সদ্যসমাপ্ত ডিসেম্বর মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল চোখে পড়ার মতো। এ মাসটিতে দেশে এসেছে ৩.২২ বিলিয়ন ডলার, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে প্রাপ্ত রেমিট্যান্সের দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ।
ডিসেম্বর মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।
উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স,যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।ফাইলছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :