মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

নতুন নকশার টাকা এবার ঈদের আগে বাজারে আসছে

ব্যবসা-বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৬:৩৭ পিএম

নতুন নকশার টাকা এবার ঈদের আগে বাজারে আসছে

এবার ঈদের আগে নতুন নকশার টাকা বাজারে ছাড়বে সরকার। তবে, শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় গত রোজার ঈদে নতুন টাকা বাজারে ছাড়া হয়নি। তবে, এই সংকট আর নেই কোরবানির ঈদের আগেই নতুন নকশার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। দুই টাকা থেকে শুরু  করে এক হাজার টাকার নতুন নোটে থাকবে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতির পাশাপাশি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির নিদর্শন। এরইমধ্যে সব নোটের ডিজাইন ঠিক হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন,‘নতুন নকশার নোট ছাপাতে কমপক্ষে এক থেকে দেড় বছর সময় লাগে। তবে গ্রাহকদের চাহিদা মাথায় রেখে কোরবানির ঈদের আগেই নতুন নোট ছাড়া হবে।’তিনি জানান, ‘নতুন ৯ ধরনের নোট ছাপানো হলেও সবগুলো এখনই পাওয়া যাবে না।’
এদিকে চাহিদা থাকলেও বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট গ্রাহকদের দিতে পারছে না ব্যাংকগুলো। ফলে খোলাবাজার থেকে ছেঁড়াফাটা নোট পরিবর্তন করতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন গ্রাহকরা।রাজনৈতিক পট পরিবর্তনের ৯ মাস অতিবাহিত হলেও এখনো বাজারে আসেনি নতুন নকশার নোট। টাকায় বঙ্গবন্ধুর ছবি থাকায় গত ঈদুল ফিতরে ছাড়া হয়নি নতুন নোট। ফলে চাহিদা বাড়ে খোলাবাজারে।নতুন নোটের সংকটে গ্রাহকের হাতে বাড়ছে ছেঁড়াফাটা নোটের সংখ্যা। ফলে অনেকেই পুরোনো কিংবা ছেঁড়াফাটা নোট পরিবর্তনকরছেন রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকায়। বাড়তি টাকায় এসব নোট পরিবর্তন করতে গিয়ে আর্থিক ক্ষতি হচ্ছে গ্রাহকদের।
এদিকে ব্যাংকগুলোতে ছেঁড়াফাটা নোট পরিবর্তন করতে গ্রাহকদের অনেক নিয়ম-নীতির মধ্যে পড়তে হচ্ছে। ভল্টে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট থাকলেও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের তা দিতে পারছে না ব্যাংকগুলো।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত বাজারে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত নোট ছিল ৩ লাখ ১ হাজার ৭৭৪ কোটি টাকার। প্রতি বছর বিভিন্ন মূল্যমানের ১৫০ কোটি পিস নতুন টাকার চাহিদা থাকলেও টাকশাল ছাপাতে পারে ১২০ কোটি পিস।সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!