শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৩.৭৮ বিলিয়ন ডলার

ব্যবসা-বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৯:৪০ এএম

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৩.৭৮ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ডেস্ক: বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও বেড়েছে দেশে। সর্বশেষ হিসাবে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে এখন ৩৩ হাজার ৭৮৫ দশমিক ০২ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৩ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।
বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, ৭ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৩ হাজার ৭৮৫ দশমিক ০২ মিলিয়ন ডলার
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ১৮৮ দশমিক ৯৬ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে, গত ১ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৩ হাজার ১৮০ দশমিক ৩১ মিলিয়ন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৮ হাজার ৫১৪ দশমিক ৭২ মিলিয়ন ডলার।
আইএমএফের বিপিএম-৬ মানদন্ড অনুসারে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বিয়োগ করে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!