মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সাংবাদিক খোকনের পরিবারের দায়িত্ব নিলো সময়ের আলো

প্রকাশিত: ০৮:৫৭ এএম, এপ্রিল ৩০, ২০২০

সাংবাদিক খোকনের পরিবারের দায়িত্ব নিলো সময়ের আলো

দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকনের পরিবারের পাশে দাঁড়িয়েছে তার প্রিয় কর্মস্থল দৈনিক সময়ের আলো পরিবার। সঙ্কটময় এই মুহূর্তে পরিবারের দেখাশোনাসহ অর্থনৈতিক দায়িত্ব নিয়েছে কর্তৃপক্ষ৷ সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাংবাদিক হুমায়ুন কবির খোকন মৃত্যুর আগ পর্যন্ত সময়ের আলোর সঙ্গে ছিলেন। তিনি প্রতিষ্ঠানের একজন নিবেদিতপ্রাণ ছিলেন। তার অসুস্থ হওয়ার পর থেকে মৃত্যু এবং দাফন পর্যন্ত সবকিছু আমরা আন্তরিকভাবে তত্ত্বাবধান করেছি। আমাদের এই সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের পাশেও দাঁড়িয়েছি৷ তিনি আরও বলেন, সময়ের আলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশে আমরা সাংবাদিক মরহুম হুমায়ুন কবির খোকনের পরিবারের যাবতীয় দায়িত্ব গ্রহণ করছি। যদিও তার চলে যাওয়ার এই শোক কোনোভাবেই পূরণ হবার নয়, তবুও শোকাহত পরিবারকে যাতে কোনো প্রকার সমস্যায় না পড়তে হয়, সেজন্য আমাদের আন্তরিকতার কমতি নেই। পত্রিকাটির প্রকাশক আরো বলেন, হুমায়ুন কবির খোকনের স্ত্রী অথবা সন্তানদের কেউ চাকরির উপযুক্ত থাকলে যোগ্যতা অনুযায়ী সময়ের আলো’তে তাদেরকে চাকরির ব্যবস্থা করা হবে৷ উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে হঠাৎ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লে সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকনকে রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাকে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। রাত পৌনে ১০টার দিকে তিনি না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুতে সময়ের আলো পরিবার ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।
Link copied!