মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পি কের ৪৫০ শতক জমি ও দুই ফ্ল্যাট জব্দ

প্রকাশিত: ০৬:০৮ এএম, মার্চ ২৯, ২০২১

পি কের ৪৫০ শতক জমি ও দুই ফ্ল্যাট জব্দ

ডেইলি খবর ডেস্ক: লুটেরার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলা নিয়ে বিদেশে পালিয়ে থাকা পি কে হালদারের রাজধানীর তিন শ ফুট এলাকার ৪৫০ শতক জমি ও ধানমন্ডির দুটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার মামলার তদন্তের অংশ হিসেবে তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো: সালাউদ্দিন আদালতের এক আদেশে এসব সম্পত্তি জব্দ করেন বলে জানান সংস্থাটির পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য। গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশের আদালত থেকে এক আদেশে পি কে হালদারের একটি ১০ তলা ভবনসহ এক হাজার ৮০ শতাংশ জমি জব্দ করার আদেশ দেন। এরই অংশ হিসেবে ওই সম্পদ জব্দ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা জানান, রাজধানীর উত্তরায় পি কে হালদারের একটি ১০ তলা ভবন ছাড়াও গ্রিন রোড,উত্তরা, দিয়াবাড়ি, ৩০০ ফুট এলাকা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও নরসিংদীসহ বিভিন্ন এলাকায় থাকা ওই সব জমি জব্দ করতে আদালত থেকে আদেশ এসেছে।
Link copied!