বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পালিয়ে থাকা ‘ক্যাসিনো সাঈদ’ ফিরেছেন!

প্রকাশিত: ০৯:৪৮ এএম, ফেব্রুয়ারি ৫, ২০২৩

পালিয়ে থাকা ‘ক্যাসিনো সাঈদ’ ফিরেছেন!

ডেইলি খবর ডেস্ক: পরিবেশ অনুকুলে তাই দেশে ফিরেছেন ক্যাসিনো সাঈদ। তিন বছর আগে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর গোপনে দেশ ছেড়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক ওরফে ‘ক্যাসিনো সাঈদ’। গত ৩০ জানুয়ারি সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেও গ্রেপ্তার এড়াতে প্রকাশ্যে আসছেন না তিনি। থাকছেন ঢাকার বেইলি রোডের একটি ফ্ল্যাটে। যুবলীগের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ‘ক্যাসিনো সাঈদ’ নামে পরিচিত মমিনুল হকের বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। যুবলীগের একটি সূত্র বলছে,সবুজসংকেত পেলে তিনি আদালতে আত্মসমর্পণ করতে পারেন। তবে যে সংস্থার করা মামলায় ‘ক্যাসিনো সাঈদের’ বিরুদ্ধে পরোয়ানা রয়েছে, সেই দুদকের কাছে এখন পর্যন্ত তাঁর দেশে ফেরার তথ্য নেই। এমনকি গ্রেপ্তারি পরোয়ানা বাস্তায়নের দায়িত্ব যাদের, সেই থানা–পুলিশও জানে না তিনি গোপনে দেশে ফিরেছেন। দুদকের কমিশনার জহুরুল হক বলেন,‘মমিনুল দেশে ফিরেছেন এমন কোনো তথ্য আমার জানা নেই। দেশে ফিরে থাকলে আমরা আদালতের অনুমতি নিয়ে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করব।’
Link copied!