মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঢাকাইয়াদের সাকরাইন/ঘুড়ি উৎসব আজ

প্রকাশিত: ১০:৩৮ এএম, জানুয়ারি ১৪, ২০২৩

ঢাকাইয়াদের সাকরাইন/ঘুড়ি উৎসব আজ

ডেইলি খবর বিনোদন ডেস্ক: ঢাকাইয়াদের সাকরাইন বা ঘুড়ি উৎসব আজ। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী পৌষের শেষ দিন আজ শনিবার। ঢাকাইয়ারা এ উপলক্ষে পৌষ সংক্রান্তিতে ঘুড়ি উৎসবের আয়োজন করে। উৎসবটি তাদের কাছে সাকরাইন উৎসব নামে পরিচিত। এ উপলক্ষে দিনভর ছাদে ছাদে চলে ঘুড়ি ওড়ানোর উৎসব চলে গানবাজনার অনুষ্ঠান। সন্ধ্যার পর সেই উৎসবই পরিণত হয় আলোর খেলায়। আতশবাজি, ফানুসের আর ডিজে লাইটিংয়ের আলোক ছটায় রঙিন হয়ে ওঠে পুরান ঢাকা। লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন বলেন, সাকরাইন পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী উৎসব। ঢাকাইয়াদের ওই উৎসবের সঙ্গে মানুষের আবেগ জড়িত। আমরা চাই সবাই যেন সুন্দর ও সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করতে পারে। প্রতিবছরই দেখা যায় আতশবাজি ও ফানুসের কারণে দুর্ঘটনা ঘটে। এ বছর আমরা এর পুনরাবৃত্তি চাই না। এজন্য ঢাকাবাসীকে ফানুস না ওড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকাইয়াদের সাকরাইন/ঘুড়ি উৎসব উপলক্ষে ঢাকাইয়া মিডিয়া কর্মিদের সংগঠন ঢাকা সাংবাদিক ফোরাম-এর সভাপতি শামীম সিদ্দিকী ও সংগঠনের নেতৃবৃন্দরা ঐতিহ্যবাহী উৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিযেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন ফানুস ও আতশবাজির কারণে অগ্নিকান্ডের ঝুঁকি বেশি থাকে। জ্বলন্ত ফানুসগুলো উড়ে কোথাও না কোথাও পড়ে সেদিকে খেয়াল রেখে অনুষ্ঠান উদযাপন করা হবে সেটাই প্রত্যাশা ও অনুরোধ করা হচ্ছে। সাকরাইন দিবস উপলক্ষে ‘ঢাকাবাসী’ সংগঠনের উদ্যোগে ঘুড়ি ওড়ানোর আয়োজন করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৩টায় পুরান ঢাকার বকশিবাজারে অবস্থিত ঢাকা টাওয়ারের ছাদে অনুষ্ঠানটি শুরু হবে। সেখানে বৃটিশ হাইকমিশনার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (পিবিআই) ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলামসহ বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।
Link copied!