মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ছেলেকে নিয়েই নগরীর সব উন্নয়ন করব : জায়েদা

প্রকাশিত: ০৩:৪০ পিএম, মে ২৬, ২০২৩

ছেলেকে নিয়েই নগরীর সব উন্নয়ন করব : জায়েদা

গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়নে মা-ছেলে একত্রে কাজ করবেন বলে জানিয়েছেন সদ্য বিজয়ী মেয়র জায়েদা খাতুন। বিজয়ের পর শুক্রবার ভোররাত সাড়ে ৪টায় নগরীর ছয়দানা এলাকায় বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তার সঙ্গে ছিলেন। জায়েদা খাতুন বলেন, গাজীপুরবাসী আমাকে বিজয়ী করেছে। তাদের উন্নয়নের মাধ্যমে আমি তাদের এ ঋণ শোধ করব। আমার ছেলেকে সঙ্গে নিয়ে তা করব। ছেলের বাকি কাজগুলো করব। এ সময় নির্বাচন কমিশনার, সরকার, প্রশাসন এবং গণমাধ্যমকর্মীসহ সবাইকে ধন্যবাদ জানান জায়েদা খাতুন। আপনার বিজয় কাকে উপহার দেবেন, গাজীপুরের মানুষকে না প্রধানমন্ত্রীকে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিজয়টা আমি গাজীপুরের মানুষ এবং প্রধানমন্ত্রীকে উপহার দেব। এ শহরের উন্নয়ন করার জন্য আজমত উল্লার পারামর্শ চাইবেন কিনা? সাংবাদিকের এমন প্রশ্নে নব্য মেয়র বলেন, যদি দরকার পরে ওনাকে সঙ্গে নিয়ে কাজ করব। আমি একা তো কাজ করতে পারব না। সবার পরামর্শ এবং সবার সহযোগিতা নিয়েই আমি কাজ করব। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, আমার মা মেয়র নির্বাচিত হয়েছেন। মায়ের সঙ্গে থেকে যতগুলো কাজের সমাধান দরকার প্রধানমন্ত্রীর সহযোগিতায় দেশের বড় এ সিটি করপোরেশনের সবগুলো কাজ সমাধান করার চেষ্টা করব। তিনি বলেন, অ্যাডভোকেট আজমত উল্লা খান আমাদের বড় ভাই। ওনাকেসহ সবার পরামর্শে গাজীপুরকে একটি নতুন সুন্দর আধুনিক শহর করার জন্য চেষ্টা করব।
Link copied!