মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চিত্রনায়িকা শিমু হত্যার দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ১২:৫০ পিএম, জানুয়ারি ১৯, ২০২৩

চিত্রনায়িকা শিমু হত্যার দ্রুত বিচার দাবি

এক বছর পেরিয়ে গেল চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যার। এই সময়ে আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্ত ও অভিযোগ গঠন শেষ হয়েছে। আসামি করা হয়েছে তার স্বামী সাখাওয়াত আলী নোবেল ও নোবেলের বাল্যবন্ধু এস এম ফরহাদকে। সাক্ষ্য গ্রহণের জন্য ২৩ জানুয়ারি দিনও ধার্য করেছেন আদালত। এখন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের অপেক্ষায় শিমুর স্বজনরা। বর্তমানে মামলাটি ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক মোহাম্মদ শফিকুল ইসলামের আদালতে বিচারাধীন। সর্বশেষ গত ২৯ নভেম্বর দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী তাদের নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়ে আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য ২৩ জানুয়ারি দিন ধার্য করেন। এ হত্যাকাণ্ড ও বিচারের বিষয়ে জানতে চাইলে মামলার বাদী হারুনুর রশীদ বলেন, আমার বোন শিমুকে হারিয়ে পরিবারের কেউ ভালো নেই। সবাই খুব কষ্ট পাচ্ছে। এ কষ্ট প্রকাশ করার মতো নয়। মায়ের অনেক বয়স হয়েছে, মেয়ে হারিয়ে মা নিশ্চুপ হয়ে গেছেন। মা সব সময় শিমুর কথা বলেন। আমরা এই হত্যার দ্রুত বিচার চাই। দোষীদের ফাঁসি চাই। আদালত ও মামলার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সালের ১৭ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ থেকে অজ্ঞাত হিসেবে শিমুর (৩৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১৮ জানুয়ারি কেরানীগঞ্জ মডেল থানায় নোবেল ও তার বাল্যবন্ধুর বিরুদ্ধে মামলা করেন শিমুর ভাই হারুনুর রশীদ। তদন্ত শেষে একই বছরের ২৯ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক শহিদুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আনোয়ার সরদার বলেন, চিত্রনায়িকা শিমু হত্যা মামলায় বিচার শুরু হয়েছে। সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে দ্রুত মামলাটির বিচার কাজ শেষ করা হবে। আসামিপক্ষের আইনজীবী জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ মামলার আইনজীবী ছিলাম। তবে এখন এ মামলায় নেই। এজন্য কিছু বলতে পারব না।
Link copied!