শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

১ মাসের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে

প্রকাশিত: ০৫:৫৫ এএম, মার্চ ২৪, ২০২১

১ মাসের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, শাল্লার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করে ১ মাসের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সরকার দলের লোকদের এমন হামলা এটা শেখ হাসিনার লজ্জা, এর দায় তিনি এড়াতে পারেন না। গতকাল সুনামগঞ্জের শাল্লা উপজেলার ক্ষতিগ্রস্ত নোয়াগাঁও গ্রাম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, মসজিদের মাইক শুধু আজান ও ধর্মীয় কাজের জন্য। কিন্তু মাইক ব্যবহার করে হামলা চালিয়েছে এটার দায় প্রশাসন এড়াতে পারে না। সরকারের পুলিশ প্রশাসন এখানের মানুষদের রক্ষা করতে পারেনি। তাই অবিলম্বে এখানে যতজন দায়িত্বরত কর্মকর্তা ছিল তাদের সবাইকে প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগের কোমরে জোর নাই। তারা উপরের দিকে চেয়ে থাকে। আনিসুল কি বলে সে মোতাবেক রায় দিবে। বাংলাদেশে অনেক বড় বড় ঘটনা ঘটেছে কিন্তু বিচার বিভাগ এখন পর্যন্ত কোনো ঘটনার রায় সুষ্ঠুভাবে দিতে পারেনি। এ সময় উপস্থিত ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক মহাসচিব ও ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, সিলেট আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সভাপতি এমদাদ উল্লাহ শহীদুল ইসলাম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা ও ভাসানী অনুসারী পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
Link copied!