মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

'সিভিল এভিয়েশনের গাফিলতির জন্য এয়ারপোর্ট এলাকায় মশা বেড়েছে'

প্রকাশিত: ০৬:১৬ এএম, মার্চ ১৫, ২০২১

'সিভিল এভিয়েশনের গাফিলতির জন্য এয়ারপোর্ট এলাকায় মশা বেড়েছে'

সিভিল এভিয়েশনের গাফিলতির জন্য রাজধানীর এয়ারপোর্ট এলাকায় মশা বেড়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। সোমবার (১৫ মার্চ) সকালে রাজধানীর আশকোনা এলাকায় 'মশক নিধন ক্রাশ প্রোগ্রাম' পরিদর্শনে এসে এই অভিযোগ করেন তিনি। এসময় জলাশয় পরিষ্কার করে মশা নিয়ন্ত্রণে সহায়তা না করায় রেলওয়ে, সিভিল এভিয়েশন এবং আশিয়ান সিটির বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান ডিএনসিসি মেয়র। মেয়র আতিক বলেন, 'সিভিল এভিয়েশনের গাফিলতির জন্য এয়ারপোর্ট এলাকায় মশা বেড়েছে। যদি কেউ মশা নিধনে সহায়তা না করে, তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।' তিনি বলেন, 'জলাশয় পরিষ্কার করে মশা নিয়ন্ত্রণে সহায়তা না করায় রেলওয়ে, সিভিল এভিয়েশন এবং আশিয়ান সিটির বিরুদ্ধে মামলা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন।' মশার যন্ত্রণা থেকে রাজধানীবাসীকে রক্ষা করতে গত ৮ মার্চ থেকে উত্তরের বিভিন্ন এলাকায় ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করছে ডিএনসিসি। এর ধারাবাহিকতায় আজ সোমবার রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান অঞ্চলে (অঞ্চল-৭ ও ৮) মশক নিধন অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর। অভিযান চলবে ১৬ মার্চ পর্যন্ত।
Link copied!