সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, শতাধিক ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ০৫:৩৩ এএম, জুন ৭, ২০২১

সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, শতাধিক ঘর পুড়ে ছাই

রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে শতাধিক ঘর। সোমবার সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে সোমবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হোসেন বলেন, সোমবার ভোর ৪টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে ১৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় তিন ঘণ্টায় চেষ্টায় সোমবার সকাল পৌনে ৭টার দিকে বস্তির বাসিন্দাদের সহযোগিতায় ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। কাঠ ও টিনশেডের তৈরি মহাখালীর এই বস্তিতে প্রায় দুই হাজার ঘর রয়েছে বলে জানা গেছে।
Link copied!