শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শুধু বাসাবাড়ি নয়, মনটাকেও পরিচ্ছন্ন করছি: সুবা

প্রকাশিত: ০৫:৩৩ এএম, এপ্রিল ২২, ২০২০

শুধু বাসাবাড়ি নয়, মনটাকেও পরিচ্ছন্ন করছি: সুবা

তোরে কতো ভালবাসি, বসন্ত বিকেল’ ও ‘বদলা’ ছবির নায়িকা শাহ হুমায়রা সুবা গত মার্চের শেষ সপ্তাহ থেকেই বাসায় আছেন। তিনি শেষ শুটিং করেছেন আসলাম পরিচালিত ‘বদলা’ ছবির। সুবা বলেছেন, ‘সচেতন মানুষ হিসেবে আমি নিজেকে সময় দিচ্ছি। বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখছি। এই অবসরে বাড়িঘর নয়, নিজের মনটাকেও পরিচ্ছন্ন করছি এবং মনটাকে সুন্দর করার চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘এই মহামারীর সংকট থেকে উত্তরণের জন্য সকলকে সচেতন থাকতে হবে।’ সুবাকে যখনই সেটে লোকেশনে দেখা গেছে তিনি আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটাতে পছন্দ করেন। করোনা সংকট দেখা দেওয়ার পর তিনি হঠাৎ করেই যেন থমকে গেছেন। আগের সেই চঞ্চলতা নেই তার মধ্যে। তার সারাদিন কিভাবে কাটে জানতে চাওয়া হলে তিন বলেন, ‘প্রতিদিন ফজরের নামাজ দিয়ে আমি দিন শুরু করি। নামাজের পর চা খেয়ে হালকা একটু ব্যায়াম করি।’ এছাড়া সুবার গান গাওয়ার অভ্যাস আছে। তিনি কিছুক্ষণের জন্য গানের রেওয়াজ করেন। তারপর নাস্তা খাওয়ার কাজ শেষ করেন। এরপরই শুরু হয়ে যায় তার বাসার অন্যান্য কাজ। তিনি শাকসবজি নিজে হাতে কাটেন, ধোয়ার কাজ করেন, তারপর রান্না করনে। এসব করতেই জোহরের নামাজের সময় হয়ে যায়। দ্রুত গোসল সেরে নামাজ আদায় করেন। বিকেলের দিকে সিনেমা দেখেন, গান শোনেন বা বড় পড়েন। এরপর মাগরেবের নামাজ শেষ করে হালকা নাস্তার পর টিভি দেখতে বসে যান। গুমানোর আগে পর্যন্ত সেটা চলতে থাকে। তিনি জানান, রাতে খাওয়ার পর হালকা হাঁটাহাঁটির – এরপর এগারটার মধ্যে ঘুমিয়ে পড়েন। তিনি বলেন, ‘বাসায় আছি সুস্থ আছি ভালো আছি। সবাইকে বলতে চাই আপনারা সবাই নিজেদেরকে নিয়ে এবং নিজেদের আপনজনদেরকে নিয়ে ব্যস্ত থাকুন। নিজেকে সময় দিন, বাসায় থাকুন এবং আল্লাহকে স্মরণ করুন।’
Link copied!