মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত: ০৩:৫৩ এএম, সেপ্টেম্বর ১৪, ২০২০

শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ

পদ্মা নদীতে নাব্যতা সংকটে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রবিবার রাত ৯টার দিকে গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সাফায়েত আহমেদ। সবাইকে বিকল্প রুট ব্যবহার করার জন্য অনুরোধ জানান তিনি। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ফেরি চালু হচ্ছে না বলে জানান সাফায়েত আহমেদ। এ রুটে বেশ কয়েকদিন ধরেই নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অনেকগুলো ড্রেজার ব্যবহার করেও শেষ পর্যন্ত চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সে কারণে দুর্ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
Link copied!