শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

রোনাল্ডো কোভিড-১৯ আইন ভেঙেছেন!

প্রকাশিত: ০৫:০৮ এএম, অক্টোবর ১৬, ২০২০

রোনাল্ডো কোভিড-১৯ আইন ভেঙেছেন!

পর্তুগাল থেকে তুরিনে ফিরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইতালির করোনা-আইন হয়তো ভেঙেছেন। বৃহস্পতিবার এ কথা বলেছেন ইতালির ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাদাফোরা। করোনা আক্রান্ত হওয়ার পর রোনাল্ডো গত পরশু লিসবন থেকে তুরিনে ফেরেন নিজের ব্যক্তিগত বিমানে। ৩৫ বছর বয়সী পর্তুগিজ তারকা ইতালিতে ফিরে কোভিড-১৯ আইনি ভেঙেছেন কী? এই প্রশ্নে স্পাদাফোরা রেডিও উনোকে বলেন, ‘হ্যাঁ, আমি তাই মনে করি।’ পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনাল্ডো করোনা পজিটিভ হন গত সোমবার। প্যারিসে ফ্রান্সের সঙ্গে পর্তুগাল গোলশূন্য ড্র করার পর। বুধবার লিসবনে উয়েফা নেশন্স লিগে পর্তুগাল ৩-০ গোলে হারায় সুইডেনকে। তার ক্লাব জুভেন্টাস জানিয়েছে, ইতালির নিয়মানুযায়ী, তুরিনে নিজের বাড়িতে দশদিন আইসোলেশনে থাকবেন রোনাল্ডো।
Link copied!