মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ভারতে একদিনে বজ্রপাতে শতাধিক প্রাণহানি

প্রকাশিত: ০৪:৪৩ এএম, জুন ২৬, ২০২০

ভারতে একদিনে বজ্রপাতে শতাধিক প্রাণহানি

ভারতের বিহার ও উত্তর প্রদেশে বজ্রপাতে কমপক্ষে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরো অনেকে। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এই বজ্রবৃষ্টি থেকে আরো ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন আবহাওয়া বিভাগ। এই ঘটনায় টুইট বার্তায় গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সাথে ত্রাণ পাঠানোর জন্য জরুরী তাগিদ দিয়েছেন তিনি। এছাড়া মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারের ঝড় ও বৃষ্টিতে গাছ ভেঙ্গে পড়েছে, ইলেকট্রিক পোল উল্টে গেছে। এতে প্রাণিহানির পাশাপাশি আহত হয়েছে অনেক মানুষ। শুধুমাত্র বিহারেই ৮৩ জন মারা গেছে যা গেল কয়েক বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু রাজ্যটিতে। এর আগে ২০১৫ এবং ২০১৭ সালে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আগামীতে আরো প্রাকৃতিক দুর্যোগ আসবে বলে সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া বিভাগ সেই সাথে সবাইকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে ২০১৮ সালে বজ্রপাতে ভারতে দুই হাজার ৩শ মানুষের মৃত্যু হয়।
Link copied!