শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ব্রাজিলে আবারো মৃত্যুর রেকর্ড

প্রকাশিত: ০৫:১৭ এএম, মার্চ ৪, ২০২১

ব্রাজিলে আবারো মৃত্যুর রেকর্ড

ব্রাজিলে টানা দ্বিতীয় দিনের মত করোনায় মৃত্যুর রেকর্ড গড়া হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, ব্রাজিলে বুধবার করোনায় ১ হাজার ৯১০ জন মানুষ মারা গেছে। নতুন করে শনাক্ত হয়েছে ৭১ হাজার ৭০৪ জন। ব্রাজিলে এই পর্যন্ত করোনায় এই মৃত্যু দ্বিতীয় সর্বোচ্চ। ব্রাজিলের গণস্বাস্থ্য ইন্সটিটিউট বলছে, গোটা দেশের পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, পরিস্থিতি ভয়াবহ। এরই মধ্যে করোনা মোকাবেলায় অপারগতার জন্য সমালোচনার স্বীকার হয়েছেন প্রেসিডেন্ট জেইর বলসোনারো। তবে চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি থেকেই ভ্যাকসিন কার্যক্রম চালু করেছে ব্রাজিল। চলতি বছরের শেষ নাগাদ পুরো দেশের মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। ব্রাজিলে এখন পর্যন্ত ২ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে যা দ্বিতীয় সর্বোচ্চ। আক্রান্ত হয়ে ১ কোটি ৭ লাখের বেশি। সূত্র: আলজাজিরা
Link copied!