শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বিশ্বে করোনা রোগী পৌনে ৪ কোটি ছুঁই ছুঁই

প্রকাশিত: ০৪:৪১ এএম, অক্টোবর ১১, ২০২০

বিশ্বে করোনা রোগী পৌনে ৪ কোটি ছুঁই ছুঁই

কোভিড-১৯ এ বিপর্যেস্ত বিশ্ব। পৃথিবীর ২১৩ টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ভারত, যুক্তরাষ্ট্র, ব্রাজিলের মত দেশগুলোতে এই মহামারী দাপট দেখিয়ে চলেছে। এরইমধ্যে রোগীর সংখ্যা প্রায় পৌনে চার কোটি ছুঁয়েছে। আর মৃত্যু ছাড়িয়ে গেছে ১০ লাখ ৭৭ হাজার। কোভিড-১৯ এ প্রাণহানি ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার সকালে সাড়ে ৯ টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭৪ লাখ ৬৭ হাজার ৮৯২ জন। আর মারা গেছেন ১০ লাখ ৭৭ হাজার ৪৯৫ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮১ লাখ ১২ হাজার ৫৫২ জন। তবে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্যানুযায়ী করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কিছুটা কম। বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১০ লাখ ৭১ হাজার ৩৯৯ জন। বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ২ কোটি ৫৬ লাখের বেশি। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৭ লাখ ১১ হাজার ৭৯ জন। মোট মারা গেছেন ২ লাখ ১৪ হাজার ৩৩৭ জন। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬৯ লাখ ৭৯ হাজার ৪২৩ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৭ হাজার ৪১৬ জন। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ৫৫ হাজার ৮৮৮ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৬৩৯ জন। গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বময়। চলতি বছরের ১১ জানুয়ারি বিশ্বে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। চলতি বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
Link copied!