শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

পাপুলের ‘সহযোগী’ নারীর কুয়েত ছাড়তে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৪:৫৩ এএম, জুন ২৭, ২০২০

পাপুলের ‘সহযোগী’ নারীর কুয়েত ছাড়তে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের ‘সহযোগী’ এক নারীর কুয়েতের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির বিচার বিভাগ। মানবপাচার, অর্থপাচার ও শ্রমিক নিপীড়নের অভিযোগে এমপি পাপুল কুয়েতের কারাগারে আছেন। আর তাঁর এসব অপকর্মে সম্পৃক্ততা ও সহযোগিতার অভিযোগে কুয়েতের শীর্ষস্থানীয় একটি হোম ডেকর প্রতিষ্ঠানের মালিককে তলব করা হয়েছিল। কুয়েতের বিচার বিভাগ গত বুধবার পাপুলসহ তিনজনকে ২১ দিনের জন্য কারাগারে পাঠায়। আর ওই নারীকে দুই হাজার দিনার (প্রায় পাঁচ লাখ ৫৪ হাজার টাকা) জমা দেওয়ার ও দেশ ছেড়ে অন্যত্র না যাওয়ার শর্তে জামিন দেওয়া হয়। আরব টাইমস পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘুষ ও মুদ্রাপাচারের অভিযোগে ওই ব্যবসায়ী নারীকে দেড় ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ওই নারীর ভাই পাপুলের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে চিহ্নিত হয়েছেন। পাপুলের মালিকানাধীন মারাফি কুয়েতিয়া কম্পানির মতো ওই ব্যবসায়ী নারীর কম্পানিও কুয়েতের অনেক সরকারি কাজের সঙ্গে চুক্তিবদ্ধ। কুয়েত থেকে পাওয়া খবরে জানা গেছে, আগামী মাসে পাপুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হতে পারে। এর আগ পর্যন্ত তিনি কারাগারে থাকবেন।
Link copied!