শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

না ফেরার দেশে বলিউডের 'মাস্টারজী' সরোজ খান

প্রকাশিত: ০৫:৩৯ এএম, জুলাই ৩, ২০২০

না ফেরার দেশে বলিউডের 'মাস্টারজী' সরোজ খান

বলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বলিউডের 'মাস্টারজী' সরোজ খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ১৭ জুন হাসপাতালে ভর্তি হন বলিউডের নামী কোরিওগ্রাফার সরোজ খান। বৃহস্পতিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। সরোজ খানা ভর্তি ছিলেন মুম্বইয়ের গুরু নানক হাসপাতালে। ১৯৪৮ সালের ২২ নভেম্বর মুম্বাইতে তাঁর জন্ম হয়। তাঁর আসল নাম নির্মলা নাগপাল। স্বাধীন কোরিওগ্রাফার হিসাবে তাঁর কাজ শুরু হয় ১৯৭৮ সালে গীতা মেরা নাম ছবি দিয়ে। শ্রীদেবী ও মাধুরি দীক্ষিতের সঙ্গে কাজ করে তাঁর ক্যারিয়ারের সূচক উর্ধ্বমুখী হয়। তাঁর নাচের স্টেপ এখনও বলিউডে জনপ্রিয়। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত সরোজ খান একটি টিভি রিয়েলিটি শোয়ের বিচারক ছিলেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড।
Link copied!