শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ডাকের ডিজি সুধাংশু শেখরকে দুদকের জেরা

প্রকাশিত: ০৩:৪৬ এএম, সেপ্টেম্বর ২, ২০২০

ডাকের ডিজি সুধাংশু শেখরকে দুদকের জেরা

করোনায় আক্রান্ত হওয়ার পরেও প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়া আলোচিত ডাক বিভাগের মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য এই তথ্য জানান। প্রণব কুমার জানান, কমিশনের উপপরিচালক মো. সালাউদ্দিন ডাক বিভাগের ডিজিকে জিজ্ঞাসাবাদ করেছেন। সারা দেশের উদ্যোক্তাদের সাড়ে ৮ হাজার ল্যাপটপসহ অন্য সরঞ্জামাদি সরবারহের কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা সরবরাহ না করেই বিল ভাউচারের মাধ্যমে টাকা উত্তোলন করেছেন সুধাংশু। এছাড়া আউটসোর্সিংয়ের কাজে অতিরিক্ত বিল উত্তোলন, ই-সেন্টার স্থাপনের ক্ষেত্রে অনিয়ম, ঠিকাদারি কাজে অনিয়ম, ভারতে শত কোটি টাকা পাচার ও বাড়ি আছে এমন অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
Link copied!