শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

খোন্দকার ইব্রাহিম খালেদ মারা গেছেন

প্রকাশিত: ০৫:৪৩ এএম, ফেব্রুয়ারি ২৪, ২০২১

খোন্দকার ইব্রাহিম খালেদ মারা গেছেন

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও খ্যাতিমান ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বুধবার ভোর পৌনে ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খোন্দকার ইব্রাহিম খালেদের ছেলে খোন্দকার সাঈদ তার বাবার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বুধবার সকাল ১১টায় সেগুনবাগিচার কচিকাচার মেলায় রাখা হবে তার মরদেহ।পরে বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষে গোপালগঞ্জ সদরে দাফন করা হবে খ্যাতিমান এই ব্যাংকারের মরদেহ। উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ১ ফেব্রুয়ারি খোন্দকার ইব্রাহিম খালেদকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।
Link copied!