শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ১১:০৬ এএম, জুন ৩, ২০২৩

কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির রহস্যজনক মৃত্যু

রাজধানীর সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম রানা (৩০) মারা গেছেন। শুক্রবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওয়াসিম রানা নামে এক যুবককে রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে। গতবছরের ৮ নভেম্বর দীর্ঘ ৩৯ মাস পর কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওয়াসিম রানাকে সভাপতি ও ফারুক হাওলাদারকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১ বছরের জন্য আংশিক এই কমিটির অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৭ সদস্যের কমিটি ঘোষণা করেন।
Link copied!