শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

এমপি মারা গেলেও সমস্যা, পাবনা-৪ উপনির্বাচনে পরিবারের চার সদস্য মনোনয়ন চান

প্রকাশিত: ০৩:৩৬ এএম, আগস্ট ২৪, ২০২০

এমপি মারা গেলেও সমস্যা, পাবনা-৪ উপনির্বাচনে পরিবারের চার সদস্য মনোনয়ন চান

ডেইলি খবর ডেস্ক: এমপি মারা গেলেও সমস্যা, পাবনা-৪ উপনির্বাচনে পরিবারের চার সদস্য মনোনয়ন চান। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনের তফসিল রোববার ২৩ আগস্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি সপ্তাহে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রয়াত এমপি ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে দলীয় মনোনয়ন পেতে তার পরিবারের চারজনসহ ২৬ জন দলীয় নেতাকর্মী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। পরিবারের সদস্যদের মধ্যে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন- সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী কামরুন্নাহার শরীফ, ছেলে গালিবুর রহমান শরীফ, মেয়ে মাহজেবিন শিরিন পিয়া এবং জামাতা আবুল কালাম আজাদ মিন্টু। পরিবারের এই চারজনের মধ্যে গালিবুর রহমান শরীফ ছাড়া অন্যদের পক্ষে-বিপক্ষে বিস্তর সমালোচনা রয়েছে। এ কারণে স্থানীয় ও তৃণমূলের দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন গালিবুর রহমান শরীফকে দলীয় প্রার্থী হিসেবে প্রথম পছন্দের বলে জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক এমপির পরিবারের সদস্যদের মধ্যে মনোনয়নপ্রত্যাশী মেয়ে মাহজেবিন শিরিন পিয়া এর আগে উপজেলা ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় পাবনা জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তার স্বামী ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু সর্বশেষ পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে এখনও ঈশ্বরদী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন। এদিকে, সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী কামরুন্নাহার শরীফ বার্ধক্যজনিত কারণে জাতীয় সংসদ সদস্যপদের প্রার্থী হিসেবে অন্যদের চেয়ে শারীরিকভাবে অপেক্ষাকৃত দুর্বল। পরিবারের সদস্যদের মধ্যে এসব কারণে গালিবুর রহমান শরীফ মনোনয়ন বিবেচনায় তার পরিবার ও আত্মীয়স্বজনের কাছে গ্রহণযোগ্য হিসেবে এরই মধ্যে বিবেচিত হয়েছেন বলে জানান ওই পরিবারের একাধিক সদস্য। পরিবারের অন্যতম সদস্য সাবেক ভূমিমন্ত্রীর ছোট ভাই ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান ও লক্ষীকন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিস উর রহমান শরীফ এ বিষয়ে বলেন, আমাদের পরিবারের সদস্যদের মধ্যে আমরা গালিবুর রহমান শরীফকেই পারিবারিকভাবে আসন্ন উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রথম পছন্দের বলে মনে করি। এদিকে, পাবনা-৪ আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যপদের প্রার্থী হওয়ার আশায় সাবেক এমপির পরিবারের এসব সদস্য ছাড়াও আরও যারা দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তারা হলেন-ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সহসভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, সাবেক এমপি পাঞ্জাব আলী বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম লিটন, সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস, মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক প্রকৌশলী আবদুল আলীম, আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভাপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নজরুল ইসলাম রবি, সুপ্রিম কোর্টের আইনজীবী রবিউল আলম বুদু, অ্যাডভোকেট হাবিবুর রহমান, সাবেক পিপি আক্তারুজ্জামান মুক্তা, ব্যারিস্টার সৈয়দ আলী জিরা, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা জালাল উদ্দিন তুহিন, স্বাচিপ, বিএমএ ও গণজাগরণ মঞ্চের নেতা ডা. সাহেদ ইমরান প্রমুখ।
Link copied!