ঢাকাই সিনেমার রাজপুত্র সালমান শাহ। এ দেশের সিনেমায় অদ্ভুত এক আবেগের নাম তিনি। মৃত্যুর দুই দশক পেরিয়েও তিনি চিরসবুজ হয়ে আছেন কোটি দর্শকের মনে। আজও তার নামে আড্ডা জমে, ভিড় হয় টিভি কিংবা সিনেমার পর্দায়।
জীবন থেকে হারিয়ে গিয়ে যেন দর্শকের আরও বেশি করে কাছে তিনি। তাকে নিয়ে এবারের ঈদুল ফিতরে বিশেষ আয়োজন করেছে জিটিভি। ‘সালমান শাহ ঈদ স্পেশাল স্বর্নালী ছায়াছবি’ নামের এ আয়োজনে ঈদের সাত দিনে প্রচার হবে সাতটি সিনেমা।
তালিকায় থাকা ছবিগুলো হলো স্বপ্নের পৃথিবী, স্নেহ, সত্যের মৃত্যু নেই, প্রেমযুদ্ধ, আনন্দ অশ্রু, এই ঘর এই সংসার ও বিচার হবে।
এরইমধ্যে এই আয়োজন নিয়ে প্রমোশনাল একটি ভিডিও প্রকাশ করেছে গাজী টিভি। সেটি নজর কেড়েছে দেশে বিদেশে থাকা সালমান ভক্তদের।
জিটিভি নিশ্চিত করেছে, ঈদের দিন থেকে টানা সাতদিন সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে সিনেমাগুলো।