রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকান্ড, নিহত ২৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৮:১৭ এএম

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকান্ড, নিহত ২৩

ভারতের জনপ্রিয় পর্যটনকেন্দ্র গোয়ায় একটি ব্যস্ত নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটেছে। মূলত রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহতদের মধ্যে ক্লাবকর্মীদের পাশাপাশি পর্যটকরাও রয়েছেন। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, ভারতের গোয়া রাজ্যের জনপ্রিয় সমুদ্রতীরবর্তী এলাকায় একটি নাইটক্লাবে অগ্নিকারোড কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। উত্তর গোয়ার আরপোরা এলাকার ওই ক্লাবে নিহতদের বেশিরভাগই কর্মচারী বলে ধারণা করা হচ্ছে। পর্যটকরাও নিহতদের মধ্যে রয়েছেন।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা,ক্লাবের রান্নাঘরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। শনিবার স্থানীয় সময় রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এক বিবৃতিতে বলেন, ‘আজ গোয়ার জন্য অত্যন্ত বেদনাদায়ক দিন।’
গোয়া পুলিশের মহাপরিচালক আলোক কুমার বলেন, ‘আগুন মূলত নিচতলার রান্নাঘর ঘিরেই বেশি ছড়ায়। আগুন রাতের দিকে লাগে এবং এখন নিয়ন্ত্রণে এসেছে’। তিনি আরও জানান, অধিকাংশ মরদেহ রান্নাঘরের আশপাশে পাওয়া গেছে। ফরে মনে করা হচ্ছে নিহতদের বড় অংশই ক্লাবের কর্মচারী।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বাগার জনপ্রিয় সমুদ্রসৈকতের কাছে ‘বিরচ বাই রোমিও লেন’ নামে একটি ক্লাবে আগুন লাগে। স্থানীয় গণমাধ্যম জানায়, রোববার ভোর পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।
মুখ্যমন্ত্রী সাওয়ান্ত সাংবাদিকদের বলেন, তিনজন দগ্ধ হয়ে মারা গেছেন এবং বাকিদের মৃত্যু হয়েছে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে। তিনি আরও জানান, ‘তিন থেকে চারজন পর্যটক মারা গেছেন’। নিহতদের বয়স ও জাতীয়তা এখনো জানা যায়নি।
এদিকে অগ্নিকান্ডের কারণ তদন্তে আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাওয়ান্ত বলেন, ‘দায়ীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেয়া হবে,যেকোনও ধরনের অবহেলা কঠোরভাবে মোকাবিলা করা হবে।’তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে বলেন,‘এই অমানবিক ক্ষতির মুহূর্তে আমিশোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ আরব সাগরের তীরে অবস্থিত গোয়া রাজ্য ভারতের একটি সাবেক পর্তুগিজ উপনিবেশ। রাজ্যটির নাইটলাইফ, সৈকত আর রিসোর্টের আকর্ষণে প্রতি বছর লাখো পর্যটক ভিড় করেন।সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!