এবার জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অওমোরি অঞ্চলে বেশ কয়েকটি বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় সময় সোমবার (০৮ ডিসেম্বর) গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং হাজারো মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়েছেন। খবর বিবিসির।
অওমোরি প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পে প্রায় ২ হাজার ৭০০ বাড়ির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ও ৫০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন অঞ্চলে সুনামি সতর্কতা জারি হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ক্ষতিগ্রস্থদের সতর্ক করে বলেন, ‘আবারও ভূমিকম্প হতে পারে। তাই ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র ভালোভাবে রাখুন এবং য়াজনে দ্রæত সরিয়ে নেয়ার প্রস্তুতি নিন।’ অন্যদিকে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ভূমিকম্পের পর আগামী এক সপ্তাহ শক্তিশালী আফটারশকের ঝুঁকি রয়েছে।’ছবি-বিবিসি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :