বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত এক চিকিৎসক জানিয়েছেন, গত দুই-তিন দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, ফলে বলা যায় ‘কিছুটা ভালোর দিকে’।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) এনটিভি অনলাইনকে তিনি বলেন, আগে যেমনটা হয়েছে, একটু উন্নতি হলে এটা স্থিতিশীল থাকতো না। গত দুই-তিন দিন ধরে স্থিতিশীল আছে। ফলে কিছুটা ভালোর দিকে বলা যায়। আরেকটু সময় লাগবে শারীরিক অবস্থা কতটা উন্নতি হলো তা জানাতে।
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীর ডায়াবেটিস,কিডনি ও ফুসফুসের জটিলতাসহ অন্যান্য সমস্যা এখনও অপরিবর্তিত। বিশেষজ্ঞ চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, তাকে ঢাকায় রেখেই চিকিৎসা চালিয়ে যাওয়া হবে। তাকে নিয়মিত ডায়ালাইসিস করতে হচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান মেডিকেল বোর্ডের বাকি সদস্যদের সঙ্গে থেকে চিকিৎসার সার্বিক তদারকি করছেন। চিকিৎসকেরা এখনও তার স্বাস্থ্যের অবস্থাকে ‘গুরুতর’ হিসেবে বিবেচনা করছেন। তাদের পর্যবেক্ষণ হলো, কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা না আসা পর্যন্ত সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি আসা কঠিন। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :