বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

সুশাসন প্রতিষ্ঠিত না হলে আবারও গর্জে উঠবে তারুণ্য: সোহেল তাজ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪, ০২:৩৮ পিএম

সুশাসন প্রতিষ্ঠিত না হলে আবারও গর্জে উঠবে তারুণ্য: সোহেল তাজ

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, ‘কোটা সংস্কার আন্দোলনে একটি বার্তা স্পষ্ট যে বাংলাদেশের কোনো শাসকই ইচ্ছা-খুশি মতো দেশ চালাতে পারবে না। দেশে সুশাসন প্রতিষ্ঠিত না হলে আবারও দেশের তারুণ্য গর্জে উঠবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা তারুণ্যের এই দীপ্ত প্রত্যয় যাতে মনে রাখি। কোনো শাসকের অন্যায় মেনে নেবে না বাংলাদেশের ছাত্র-জনতা।
৭ আগস্ট বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক লাইভ বক্তব্যে এসব কথা বলেন সোহেল তাজ। এ সময় তিনি অন্তর্র্বতীকালীন সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন।অন্তর্র্বতীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে সোহেল তাজ বলেন, দেশের বর্তমান ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে সাধারণ মানুষের জান-মাল রক্ষা করতে হবে। সরকার, প্রশাসনসহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দুর্নীতি ও গুমের সঙ্গে জড়িত, তাঁদের আইনের আওতায় আনতে হবে।
যে সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল তার দিকে নজর দিতে হবে। ভিন্ন পক্ষে কথা বলার সুযোগ দিতে হবে।
তিনি আরো বলেন, ‘আন্দোলনকারী ছাত্র-জনতার মতো আমারও দাবি যে দেশে ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক। সাম্য ও ন্যায্যতার ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে। বিচারব্যবস্থা, জনপ্রশাসন ও পুলিশ বাহিনীকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে হবে। পুলিশ বাহিনীসহ সব আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জনগণবান্ধব পেশাদার বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। মেধাভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষাব্যবস্থাকে বাস্তব উপযোগী করতে হবে। দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক ব্যবহার থেকে মুক্ত রাখতে হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে। মানুষের কথা বলার অধিকারসহ সব মৌলিক অধিকারকে গুরুত্ব দিতে হবে। সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে হবে। গুম ও হত্যার রাজনীতি বন্ধে আন্তরিক হতে হবে।’
বঙ্গবন্ধুর ভবন ও ভাস্কর্য ভেঙে কী লাভ হলো জানতে চেয়ে সোহেল তাজ বলেন, ‘দেশের সম্পদ ও ঐতিহ্য ধ্বংস করে আমরা নতুন প্রজন্মকে কী বার্তা দিচ্ছি? একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তীব্র প্রতিবাদ জানাই। যারা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে অগ্নিসংযোগ করেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দিয়ে আমাদের কতটুকু লাভ হলো? আমরা সবাই চাই, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যে অন্যায় করেছে তার নিরপেক্ষ তদন্ত হোক। কিন্তু সবাইকে কেন আমরা প্রতিহিংসার মুখোমুখি দাঁড় করাচ্ছি? আমাদের মনে রাখতে হবে, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ছাড়া কোনো সভ্য সমাজ পরিচালনা করা সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘গেল কদিন দেশের নানা প্রান্তে ভিন্ন ধর্মের মানুষের মন্দির ও গির্জায় আক্রমণ হয়েছে। এমনকি বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনেক মানুষ নিহত আর আহত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগসহ অনেক রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে। তাদেরও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে অনেক নিরীহ কর্মী প্রতিহিংসার শিকার হয়েছেন। চারদিকে এক থমথমে অবস্থার মধ্যে কী করে আমরা বসবাস করব।’
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের ছাত্র-জনতা যে আন্দোলন করেছে, সেই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে আমিও সোচ্চার ছিলাম। ছাত্র-জনতার ওপর যেন আর গুলি না চলে এই আহ্বান আমারও ছিল। অন্যায় ও অন্যায্যতার বিপরীতে ছাত্র-জনতার বিজয় অর্জিত হয়েছে। এই আন্দোলনে ছাত্র-ছাত্রীসহ আমরা অনেক নিরীহ প্রাণ হারিয়েছি। এখনো অনেক মানুষ চিকিত্সাধীন। কিন্তু বিজয়-পরবর্তী দেশজুড়ে নানা প্রতিহিংসামূলক কর্মকান্ড এবং সুযোগসন্ধানীদের তান্ডব দেখে লাখো-কোটি মানুষের মতো আমিও ব্যথিত। এই অরজকতা বন্ধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ পথ হারিয়ে ফেলবে।’

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!