বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

এবার নির্বাচন-গণভোটের সম্ভাব্য তারিখ জানালেন ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৬:৪৫ পিএম

এবার নির্বাচন-গণভোটের সম্ভাব্য তারিখ জানালেন ইসি আনোয়ারুল

ত্রয়োদশ জাতী সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রæয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) এ বিষয়ে ইঙ্গিত দিয়ে ভোটের একটি সম্ভাব্য তারিখও উল্লেখ করেছেন ইসি আনোয়ারুল।
আনোয়ারুল ইসলাম বলেন, ‘যেহেতু সংসদ নির্বাচন ও গণভোট একদিনে হবে, তাই গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। আবার ভোটের সময়ও এক ঘণ্টা বাড়িয়ে ৯ ঘণ্টা করা হতে পারে। এজন্য সকাল-বিকেলে দুদিকেই সময় বাড়ানোর কথা ভাবছে ইসি।’
তিনি বলেন,‘এখন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, সেটা এগিয়ে সাড়ে ৭টা হতে পারে। আবার বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে, সেটা বাড়িয়ে সাড়ে ৪টা পর্যন্ত করার কথা ভাবা হচ্ছে।’
জাতীয় নির্বাচন ও গণভোট কবে নাগাদ অনুষ্ঠিত হবে, এমন প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, ‘ফেব্রæয়ারির সেকেন্ড উইক। ৮-১২ ফেব্রæয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও অসুবিধা নেই। এক্ষেত্রে ৮ ফেব্রæয়ারি থেকে এক-দুদিন পরে কিংবা ১২ ফেব্রæয়ারি থেকে এক-দুদিন আগেও হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময় হতে পারে।’
এদিকে তপশিল ঘোষণা ও ভোটের তারিখ নিয়ে আগামী ৭ ডিসেম্বর কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানেই সব তারিখ নির্ধারণ করা হবে। এক্ষেত্রে দু-তিন দিন সময় রেখে বা ১১ ডিসেম্বরের দিকে তপশিল ঘোষণা করা হতে পারে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!