বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

এবার কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের সিদ্ধান্ত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ০৯:৫২ পিএম

এবার কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের সিদ্ধান্ত

এবার কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের সিদ্ধান্ত  নিয়েছেন অন্তর্বতীকালীন সরকার। ২৯ আগস্ট বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর চলতি অর্থবছরের জাতীয় বাজেটে বিদ্যমান কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করার দাবি উঠেছে বিভিন্ন মহলে। এ দাবির পরিপ্রেক্ষিতে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবার অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। সভা শেষে এ তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
চলতি অর্থবছরের বাজেটে নির্দিষ্ট হারে কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পর তা নিয়ে তীব্র সমালোচনা হয়। জুলাই থেকে এক বছরের জন্য কালো টাকা সাদা করার এই ঢালাও সুযোগ দেওয়া হয়েছে। বাজেটে বলা হয়েছে, নগদ টাকা ১৫ শতাংশ কর দিয়ে বিনা প্রশ্নে বৈধ বা সাদা করা যাবে। একইভাবে জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিনেও এলাকাভেদে নির্দিষ্ট হারে কর দিয়ে টাকা সাদা করা যাবে। একেক এলাকার জন্য বর্গমিটার অনুসারে নির্দিষ্ট কর দিতে হবে। এর আগেও আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সরকার কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!