মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

রাঙামাটিতে চাঁদাবাজের মব সৃষ্টি,মিথ্যা মামলা দিয়ে বাড়ি দখল, সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় এক মা

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০২:০৭ পিএম

রাঙামাটিতে চাঁদাবাজের মব সৃষ্টি,মিথ্যা মামলা দিয়ে বাড়ি দখল, সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় এক মা

শিশু সন্তানসহ পরিবার নিয়ে নিরাপওাহীনতায় মা মনিকা আক্তার। রাঙামাটিতে চাঁদা না-পেয়ে সন্ত্রাসীরা মব সৃষ্টি করে  মিথ্যা মামলা দিয়ে বাড়ি দখল করেছে। এখন জীবননাশের হুমকী দিচ্ছে। সন্তানদেও সাথে নিয়ে রোবরার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক উন্মুক্ত সংবাদ সন্মেলনে এ অভিযোগ করেছেন মনিকা আক্তার।
তিনি বলেন আমি পার্বত্য জেলা রাঙামাটি,কলেজ গেইট, আমানতবাগ এলাকার বাসিন্দা। গত কিছু বছর ধরে আমি এবং আমার পরিবার একের পর এক রাজনৈতিক ও সামাজিক নির্যাতনের শিকার হচ্ছি।
আমার সাবেক স্বামী মোস্তাফিজুর রহমান সেলিমের কাছ থেকে পাওয়া বাড়ি, যা আমি তার কাছ থেকে দানপত্রের মাধ্যমে পেয়েছিলাম, তা বর্তমানে একদল অসৎ রাজনৈতিক নেতাদের ষড়যন্ত্রের শিকার হচ্ছি। মনিকা অভিযোগ করেন দখলদারিত্বের ঘটনা শুরু হয় বাড়ি দখল এবং অগ্রিম চাঁদা দাবির পাঁয়তারা। এই চাঁদাবাজদের চাপে, আমার বাড়ি জোরপূর্বক দখল করে নেয়া হয় এবং আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়।
২০২৫ সালের ২৭ মে, আমি আমার ছেলে-মেয়ে সহ রাঙামাটির বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করার জন্য উপস্থিত হই। সেসময়, বিএনপি’র কিছু অসৎ নেতৃবৃন্দ তাদের অপতৎপরতার অংশ হিসেবে আমার সাবেক স্বামীর পরিবারের সদস্যদের নিয়ে আমার বাসায় অবৈধভাবে প্রবেশ করে। সেলিনা আক্তার নামে এক নারী মিথ্যা নাটক তৈরি করে এবং পুলিশকে বিভ্রান্ত করতে থাকে।
এসময় তাদেও কাছে আটক অবস্থায় থাকি।পুলিশ আমার ছেলেমেয়ে সহ আমাকে উদ্ধার করে এবং থানায় নিয়ে আসে। একদিন থানায় থাকার পর, চাপের মুখে পুলিশ আমার বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক হয়রানিমূলক মামলা দায়ের করে। আমার বিরুদ্ধে তোলা অভিযোগগুলির কোনো সত্যতা নেই,যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মনিকা আক্তার বলেন আমি একজন মিডিয়া কর্মী হিসেবে আপনাদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি যাতে আমি এবং আমার সন্তানরা ন্যয় বিচার পেতে পারি। ইতিমধ্যে আমি বিষয়টি প্রশাসনের সকল স্তরে লিখিতভাবে জানিয়েছি। এতে আমার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করাসহ আমার বাড়ি দখলমুক্ত করার দাবি করেছি। এবং আমি ও আমার পরিবার যেন নিরাপদ এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারি তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!