সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ-বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৩:৫৬ পিএম

বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ-বিক্ষোভ

দেশের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা কার্যকরের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর আগারগাঁও এলাকায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
আজ রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে মোবাইল ফোন ব্যবসায়ীরা সড়কে অবস্থান নিলে আগারগাঁও থেকে শ্যামলী পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল প্রায় সাড়ে ১০টা থেকে ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের’ ব্যানারে শত শত ব্যবসায়ী বিটিআরসি ভবনের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে শিশুমেলা মোড় থেকে আগারগাঁও অভিমুখে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা গেছে, ব্যবসায়ীদের এই আকস্মিক অবরোধের কারণে মিরপুর সড়কের শ্যামলী এলাকায় তীব্র যানজট ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তারা অবরোধ চলিয়ে যায়। তবে একপাশে পুরোপুরি বন্ধ থাকলেও অন্য পাশে সীমিত পরিসরে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেছে পুলিশ। আগামী ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন চিহ্নিত করে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্য নিয়ে এনইআইআর পদ্ধতি চালু হওয়ার কথা রয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করেই মোবাইল ব্যবসায়ীরা আন্দোলন করছেন। তাদের অভিযোগ, তাদের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করে সরকার একতরফাভাবে এই সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে।
আন্দোলনকারী মোবাইল ফোন ব্যবসায়ীদের মূল দাবিগুলো হলো—এনইআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা ও প্রয়োজনীয় সংস্কার আনা। আমদানির ক্ষেত্রে ‘সিন্ডিকেট’ প্রথার বিলোপ ঘটানো। একটি সুষম করনীতি প্রণয়ন এবং মুক্ত বাণিজ্যের পরিবেশ নিশ্চিত করা।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!