রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মোহাম্মদপুরের কবজিকাটা প্রধান টুন্ডা গ্রেপ্তার

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৬:২৫ পিএম

মোহাম্মদপুরের কবজিকাটা প্রধান টুন্ডা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের কবজিকাটা প্রধান ও কিশোর গ্যাং নেতা মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে (৩১) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার গোপালগঞ্জের কাশিয়ানী থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি।
সংবাদ সম্মেলনে র‌্যাব-২-এর অধিনায়ক মোহাম্মদ খালিদুল হক হাওলাদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু বলেছেন, মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী আনোয়ার ওরফে কবজিকাটা আনোয়ারের প্রধান সহযোগী তিনি। কবজিকাটা গ্রæপের প্রধান আনোয়ারের নির্দেশে তিনি মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আসছিলেন। 
সাধারণত দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকার কম জনসমাগমপূর্ণ স্থানে পথচারীদের জিম্মি করেন। এভাবে তারা টাকা, মুঠোফোন, ল্যাপটপ, ভ্যানিটিব্যাগসহ বিভিন্ন মাল ছিনতাই করেন। রাত গভীর হলে তারা বাসাবাড়ি ও ফ্ল্যাটে ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি করেন। এ ছাড়া তারা গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সবকিছু লুট করেন। তিনি ও তাঁর গ্যাংয়ের লোকেরা বিভিন্ন এলাকায় মাদক কারবারে জড়িত।
র‌্যাব কর্মকর্তা খালিদুল হক বলেন, গত ১৮ ফেব্রæয়ারি রাজধানীর শ্যামলী হাউজিংয়ের ২ নম্বর প্রজেক্টে বাবুকে কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে নিয়ে দুই হাতে ধারালো অস্ত্র নিয়ে শোডাউন দিতে দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। ২৪ ফেব্রæয়ারি বাবুকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। ৫ মে তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন। এরপর তিনি আগের মতোই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!